।। দুষ্ট জ্বীন থেকে বাঁচার উপায়।।
শেষ জামানায় দাজ্জালের আত্মপ্রকাশের সময় কম বেশী দুষ্ট জ্বীনরা সমস্যা করতে পারে। এক হাদিস অনুযায়ী, এই উম্মতের হায়াত ১৫০০ বছর যার ১৪৪৪ + ১৩ = ১৪৫৭ বছর অলরেডি পার হয়ে গিয়েছে। যেহেতু এটাই শেষ জামানা এবং দাজ্জালের আত্মপ্রকাশ সন্নিকটে, তাই আমাদের বেশি বেশি আল্লাহ পাকের নিকট দুআ করতে হবে সকল গোমরাকারী ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে হেফাজতের জন্য। সূরা কাহাফের আমল গুলো বেশি বেশি করা দরকার। দাজ্জালের এই যুগে দুষ্ট জ্বীন থেকে বাঁচার জন্য নিচের আমল করলে ভাল ফল পাওয়া যাবে ইং শা আল্লাহ।
নীচে আমলগুলো দেওয়া হলঃ
১। সুরা ফাতিহা ৭ বার পড়া । আউজু বিল্লাহ ও বিসমিল্লাহ সহ
২। আয়াতুল কুরসি পড়া ৩বার
৩। সুরা বাকারা শেষ ২ আয়াত ৩ বার পড়া (আমানার রসুল)
৪। সুরা জিনের প্রথম ৪ আয়াত ৭ বার পড়া। (শাতত পর্যন্ত)
৫। সুরা এখলাস, ফালাক্ ও নাস ৩ বার করে।
৬। সুরা ফালাক ও নাসের ১১ টা আয়াত প্রতিটি একবার করে পড়ে পানিতে ফু দিতে হবে।
পাশাপাশি সকাল সন্ধ্যা হেফাজতের আমলগুলো করা চাই।
No comments:
Post a Comment