Saturday, November 16, 2013

General Knowledge

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি

>বাংলাদেশের মানচিত্র প্রথম কেএকেঁছিলেন? উওরঃ মেজর জেম্স রেনেল ।
>কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়? উওরঃ ১৭ জানুয়ারী,১৯৭২
>কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সীকৃতি দিয়েছেন ? উওরঃ ইরাক ।
>সর্বশেষ বাঙালি নোবেল বিজয়ী হলেন? উওরঃ ড. মুহম্মদ ইউনুস ।
>বাংলাদেশের সর্বোচ্চ চুড়া কোনটি? উওরঃ চিম্বুক ।
>কুমিল্লার পূর্ব নাম কি ? উওরঃত্রিপুরা ।
>বাংলাদেশের জাতীয় সংসদের অধিবিশনের জন্য সর্বনিম্ন কতজনসদস্যর উপস্থিতি প্রয়োজন ? উওরঃ ৬০ জন ।
>"আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানটির সুরকার কে? উওরঃ আলতাফ মাহমুদ ।
>গ্রামিন ফোন বাংলাদেশের শেয়ারবাজারে কবে যোগ দিয়েছে? উওরঃ ৪ অক্টোবর ২০০৯ ।
>আন্তর্জাতিক মুদ্রা তহাবলের সদর দফতর কোথায়- উওরঃ ওয়াশিংটন ডিসি ।
>OIC এর সদস্য রাষ্ট্র কতটি? উওরঃ ৫৭
>২০০৯ সালের মহিল এককে উইম্বলডন চ্যাম্পিয়ন হচ্ছে- উওরঃ সেরেনা উইলিয়ামস্ ।
>গ্রিক হাউস গ্যাস নির্গমনকারীশীর্ষ দেশ দুটি হচ্ছে – মার্কিনযুক্তরাষ্ট্র ও চীন ।
>প্রেসিডেন্ট ওবামা কোন শহরের আদিবাসী ছিলেন? উওরঃ শিকাগো ।
>কোন ইউরোপীয় বণিক ভারতে আসার পথ আবিস্কার করেন? উওরঃ ভাসকো দা গামা।
>আফ্রিকাভিত্তিক COMESA হচ্ছে একটি ? উওরঃ বাণিজ্যিক ব্লক ।
>বাংলাদেশের সংবিধান এ পর্যন্তকতবার সংশোধন করা হয়েছে? উওরঃ ১৪
>বাংলা বর্ষের প্রবক্তা কে ছিলেন? উওরঃ সম্রাট আকবর ।
>বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হয় ? উওরঃ সোনাদিয়া ।
>বাংলাদেশে প্রথম কোন কোম্পানী'আইএরও ৯০০১' সার্টিফিকেট লাভ করেছে= উওরঃ এসি আই ।
>ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম- উওরঃ নাথান কমিশন।
>টি আই এন শব্দের অর্থ কী? উওরঃট্যাকস্ আইডেন্টিফিকেশন নম্বর।
>বাংলাদেশ এর কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে ? উওরঃ ২ টাকা ।
>বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে? উওরঃ রাঙ্গামাটি ।
>বাংলা পিডিয়া প্রকাশিত হয়? উওরঃ এশিয়াটি সোসাইটি থেকে।
>জাতীয় কর দিবস কবে পালিত হয়? উওরঃ১৫ সেপ্টেম্বর ।
>টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত তম ম্যাচে জয়লাভ করে? উওরঃ ৩৫ তম
>বার্ডের (BARD) প্রতিষ্ঠাতা কে? উওরঃ আখাতার হামিদ খান ।
>ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন? উওরঃ ১৮০৪ ।
>OPEC কোন পন্য্যর cartel? উওরঃ পেট্রোলিয়াম ।
>বাংলাদেশের প্রথম বাজেট ঘোষনাকরেন – উওরঃ তাজউদ্দিন আহমেদ ।
>বাংলার কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধাণ ভূমিকা পালন করেন? উওরঃ এ কে ফজলুর হক ।
>বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?সোনারগাঁও ।
>বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? উওরঃ শাপলা ।
>আরব লীগের সরদ ফতর – উওরঃ কায়রো ।
>জিন্নাহ ইন্ডিয়া পার্টিশন- স্বধীনতা নামে বইটি লিখেছেন- উওরঃ যশবন্ত সিং ।
>কোন দেশটিতে বর্তমানে ন্যাটো বাহিনীর উপস্থিতি আছে? উওরঃ আফগানিস্তান ।
>যে দুটি বিষয়ের ওপর গু্রত্ব দিয়ে ২০০৯ সনের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারন পরিসদের ৬৪ তম অধিবেশন শুরু হয় – উওরঃ জলবায়ু পরিবর্তন ও আণবিক অস্ত্র বিস্তার ।
>ফরাসি বিপ্লব বোন সালে শুরু হযেছিল? উওরঃ ১৭৮৯ ।
>প্রথম বাঙালি দাবা গ্রান্ড মাস্টার কে? উওরঃ নিয়াজ মুর্শেদ ।
>পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হযেছে? উওরঃ ইন্দোনেশিয়া।
>কোনটি স্ক্যানডিনেভিয়ান রাষ্ট্র নয়? উওরঃ পোল্যান্ড ।
>অস্কার জয়ী ফিল্ম স্নামডগ মিলোনিয়ার এর পরিচালক কে? উওরঃ ড্যানী বোয়েল ।
>২০১৬ সালে অনুষ্ঠেয় গ্রীস্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক- উওরঃ রিও ডি জেনিরো ।
>২০০৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেযেছেন? উওরঃ এলিনর ওস্ট্রোম ।
>ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?উওরঃ নেদারল্যান্ডস ।

 *** If you like this post please share it so that others can be aware of this.. ***

Thanks.
Fazle Rabbi
PSTU(Patuakhali Science and Technology University)


No comments:

Post a Comment