অবশেষে শেষ হল Barisal Division এ ৫ দিন ব্যাপী ICT-এর
Mobile Application Development এর training course.
ICT মন্ত্রনালয়ের এ উদ্যোগ নিঃসন্দেহে খুবই ভাল একটা উদ্যোগ ।
এ উদ্যোগের ফলে Digital Bangladesh হইতে বেশি time লাগবো না ।
Android এর উপর Total project submit হইছে ৭০ এর মত ।
আর আমার project এর অবস্থান may be ৪র্থ । :P :P :P :P
(there is a reason to say 'may be'.
Actually i was not there in time when they declared the merit list of the project.
I came to know about my position by my other friends)
অনেকেই হয়ত বলবেন খারাপ কিসে ।
৭০ এর মধ্যে ৪র্থ ...ভালই তো ।
কিস্তু আমি এই position এ সন্তুষ্ট নই । :P
আমি হতাশ । :P :P :P
হতে পারে আমার person হিসাবে আমি last এর দিকে ।
কারন আমি তেল মারতে পারি না । :P
তাই বলে আমার project এর position এ রকম হতে পারে না ।
আসেন উদাহরন সহ আলোচনা করি কে কি project করছে ।
তারপর আপনারা select করবেন কার Apps টা সবচেয়ে ভাল হইছে ।
১ । ১ম স্থান অধিকারি আমার এক senior ভাই ।
ভাই এর প্রোজেক্ট এর নাম
t20 world cup 2014 fixture.
So Simple project.
Normal কাজ ।
যা আমার project এর ধারে-কাছেও নাই ।
যাই হোক বড় ভাইয়ের prestige বলে কথা ।
তিনি না হয় তার তেলের জোরে first হইছেন । :P
শত হলেও বড় ভাই তো :P তাই বেশি কিছু বললাম না । :P
২ । যার project second হিসাবে select হইছে
তিনি আর কেও নন । BU এর CSE 1st semester এর স্টুডেন্ট ।
ভাবলে অবাক লাগে ...
যে ছেলে এখন পর্যন্ত C পারে না ...
C language এর hello world program পর্যন্ত করে নাই :P
যে ছেলে IDE জিনিসটা কি ??... সেটা বলতে পারে না... :P
সেই ছেলের project ক্যামনে second হয় । :P
এটা আমার বোধগম্য নয় ।
সবচেয়ে মজার বাপার হল অনেকেই হয়ত বলবেন
নিশ্চয়ই অনেক ভাল idea দিছে বা ভাল কাজ করছে ...
আসলে তা না :P
ওর project এর নাম Simple Calculator :D
যা কেবল +, -, *, / করতে পারে । :P
Only 25 থেকে 30 লাইন এর code.
মজার ব্যাপার এখনও শেষ হয় নাই । :)
এই ছেলেটার project নিজে করা না :P
আমাদের campus এর এক বড় ভাইয়ের কাছ থেকে
নেয়া পরিতাক্ত Apps .
মজার ব্যাপার এখানে নয় :)
মজার ব্যাপার হচ্ছে নীচে...>
যেই ভাই ওরে apps টা দিছে
সে ভাই নিজে top 12 এর মধ্যে নাই । :P :P :P
৩। ৩য় প্রোজেক্ট হিসাবে select হইছে
আমারই classmate & friend.
friend মানুষ তো, বেশি কিছু কমু না । :P
কারন ও কি কাজ করছে তা ওর থেকে আমি ভাল জানি । :)
ও নিজেও সেটা বলে,
"দোস্ত কিচ্ছু করি নাই, just এক page দিয়া
আরেক page এ যায় বাটন টিপলে... এই আরকি :P"
লও ঠ্যালা :P
৪। ৪র্থ হিসাবে select হইছে আমার project.
আমি আগেই বলছি মানুষ হিসাবে আমি ৪র্থ শ্রেণীর হতে পারি :P
কিন্তু তাই বলে আমার project হবে না, এটা আমি ১০০% believe করি ।
এখন আসেন আমি কি করছি আগে সেটা discuss করি ।
My project is about "Social apps"
I named it "BDmukh"
--------------------------------------------
Actually my idea comes from a line
"Deshi product use korun"
We have many Apps of our own.
That list can be start from dictionary to search engine.
But it is a matter of great regreat that we have no
social site of our own ! :(
I know many of our brilliant programmer
have tried to do this.
But none of them got success
because of it's so many bugs.
We use facebook/twitter/nimbuzz etc
but none of that is our own apps.
Thats from the other country.
So i decide to develop a social apps
for mobile & desktop device.
This apps can be use as
the apps of our own country. :)
এখন হয়ত অনেকেই বলবেন যে আমার idea তো খারাপ না ।
তো কেন আমি first/second/third হইলাম না ? :P
আর কাজই বা কতটুকু করছি ?
Actually আমি যে কাজ করছি
সেই কাজের জোরেই বলছি যে,
"My project is the best project
& my idea is also not a bad idea :P"
ami je ki kaj korci seta ekta kotha bollay bujben.
There is no one who use database in there project but i do.
এখন অনেকেই হয়ত বলবেন...
"ও মনু তুমি কি feeder খাইছিলা তখন ?
আর অখন এই সব কথা বইল্লা লাভ কি অহন ?
এত প্যাঁচাল পুইর না । :P "
আমি বলব, Actually apps select করার time এ
আমি ছিলাম না । একটু বাইরে গেছিলাম ।
হয়ত তারা ভাবছে আমি চলে গেছি ।
So ওকে ৪র্থ position দিলে মনে হয় প্রবলেম হবে না ।
তো যাই হোক ফিরে এসে যখন দেখলাম এই অবস্থা :P
তখন trainer কে আমি জিগাইলাম, "এইডা কি কিছু হইল ?"
তখন সে কয়, "আমি জানি ১ম অ্যাপ্লিকেশান টার কাজ অনেক
simple হইছে । but তাকে অনেক দিক বিবেচনা করে
first করা হয়েছে । বাকি কাজ গুলা সুধু formality
রক্ষার জন্য top 12 select করা হয়েছে ।"
Actually first না হবার জন্য আমার কোন দুঃখ নাই । :P
আমার দুঃখ হচ্ছে apps জমা নেবার আগেই যদি select করা হয়ে
থাকে কে first হবে, তাইলে সে contest করে লাভ কি ?
তারা আমার apps দেখার টাইম ই পায় নাই । :P
সুধু আমার apps না । কারো apps দেখার টাইম ই পায় নাই
except 1st project. :p
only 1st project এর presentation হইছে ... :P
তাইলে আমরা কি ভাইসা আইলাম ?
at least তাদের উচিত ছিল যারা যারা apps presentation
দিতে চায় তাদের প্রত্যেকের কাছ থেকে presentation নেয়া ।
তাহলে তাদের selection পদ্ধতি কি ছিল ??
আপ্পস বা idea-র গুন-গত মান... ? নাকি অন্য কিছু ?
for example :- just for formality :P
যে জিনিস লইয়া 24 hours এর 18 hours থাকি... :P
যে জিনিসের জন্য ক্লাস করতে যাইতে পারি না ... :P
যে জিনিসের লাইজ্ঞা আমার academic result last এর দিক থেকে first... :P
সেই programming আজ আমাকে হতাশ করল... :P
No comments:
Post a Comment