Friday, February 7, 2014

গোলাপ দিবস এবং বিভিন্ন বর্ণের গোলাপের গোলাপ মাহাত্ম্য

আজ ৭ ফেব্রুয়ারী হলো “গোলাপ দিবস” বা “Rose Day”
তাই সবাইকে গোলাপ দিবসের অগণিত গোলাপযুক্ত শুভেচ্ছা।


গোলাপ কে আমরা সাধারণত ভালোবাসা প্রেমের প্রতীক হিসাবে বিবেচনা করে থাকি,
সেই জন্যেই ভালোবাসা দিবস সপ্তাহের শুরু হয় “গোলাপ দিবস” বা “Rose Day” দিয়ে।
গোলাপ কিন্তু শুধু ভালোবাসারই প্রতীক না বর্ণভেদে বিভিন্ন রঙের গোলাপ অন্যান্য অনেক কিছুর প্রতীক হিসাবেই কাজ করে থাকে।

১|| লাল গোলাপ
লাল গোলাপ সব সময়ই ভালোবাসা রোমান্টিকতার প্রতীক।
কাউকে একটি লাল গোলাপ উপহার দেওয়ার মানেই যেন “আমি তোমাকে ভালোবাসি” বলা।
লাল গোলাপ একই সাথে অকৃত্রিম সৌন্দর্য ও পূর্ণতার প্রতীক।
এক গুচ্ছ লাল গোলাপ দিয়ে পরম আকাঙ্খিত মানুষটির প্রতি ভালোবাসা প্রকাশ করাই সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক প্রেম প্রকাশের মাধ্যম।

২|| কালো গোলাপ
কালো গোলাপ বলতে সত্যিকারে আসলে কিছু নেই, কোন গোলাপের রঙই কালো হয় না। যেগুলোকে কালো গোলাপ বলা হয় আসলে সেগুলো হলো খুব গাঢ় লাল রঙের গোলাপ দেখতে যাদের পাপড়ী গুলো কালটে মনে হয়। যেমন - 'Baccara' rose, 'Black Magic', 'Black Beauty', "Black Ice' ও 'Black Jade' ।
কালো গোলাপ বেদনাদায়ক ভালোবাসা ও বিষাদের প্রতীক।
কালো গোলাপ অন্তোষ্টীক্রিয়াতে ব্যবহৃত হয়।

৩।। হলুদ গোলাপ
হলুদ গোলাপ হলো বন্ধুত্ব ও উদ্যমের প্রতীক।
সূর্যাভ ও উজ্জ্বল হলুদ রঙ আনন্দের প্রতীক একই সাথে এক গুচ্ছ হলুদ গোলাপ বন্ধুত্ব উদযাপনের বড় মাধ্যম হিসাবে কাজ করে।

৪।। সাদা গোলাপ
সাদা গোলাপ শুদ্ধতা নির্মলতার প্রতীক এবং প্রথাগত ভাবে পশ্চিমা সমাজে বৈবাহিক অনুষ্ঠান গুলোতে ব্যবহার করা হয়।
সাদা গোলাপ একই সাথে সম্ভ্রম ও শ্রদ্ধার প্রতীক।

৫।। কমলা গোলাপ
কমলা গোলাপ প্রবল আকাঙ্ক্ষা , অভীপ্সা, আগ্রহ ও আবেগ সংবলিত অনেক meaningful message প্রদান করে।

৬।। বেগুনী গোলাপ
বেগুনী গোলাপের অকৃত্রিম সৌন্দর্য সবাইকে যেভাবে আকর্ষণ করে সেভাবে বেগুনী গোলাপ পরম আকর্ষণীয়তার প্রতীক। বেগুনী গোলাপ একই সাথে “Love at first sight.” প্রকাশে দেওয়া হয়।

৬।। গোলাপি গোলাপ
গোলাপি গোলাপ হল মাধুর্য , লাবণ্য ও স্নিগ্ধতার প্রতীক ।
এক গুচ্ছ গোলাপি গোলাপ একই সাথে প্রশংসা, উচ্ছ্বাস ও উৎসাহের প্রতীক।


Thanks

Fazle Rabbi

Thursday, February 6, 2014

How to Remove Powered by Blogger Footer/Attribution Gadget.

The Attribution gadget is the gadget in the footer that says "Powered By Blogger". If you have tried to remove this then you may of noticed this gadget is locked into you blog. To unlock it, follow the next steps:




Step 1. Log in to your Dashboard, go to Template > Edit HTML



 Step 2. Click anywhere inside the code area and press the CTRL + F keys to open the Blogger' search box
Step 3. Type or paste the following tag inside the search box then hit Enter to find it:
</head>
Step 4. Just above </head> add this code:
<style>
#Attribution1 {
display: none;
}
</style>
Step 5. Click on the Save Template button to save the changes.

That was all !

Thanks

Fazle Rabbi